পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলের উদ্যোগে জেলা, উপজেলা ও ক্লাব পর্যায়ে বিভিন্ন ধরণের গাছের চারা রোপন করা হয়েছে। গতকাল বুধবার সকালে আনসার ও ভিডিপি জেলা কার্যালয় মাঠে গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট মো. শফিউল আযম। এসময় সহকারী জেলা কমান্ড্যান্ট তৌহিদ উজ জামান, সার্কেল অ্যাডজুট্যান্ট সুলতানা রাজিয়াসহ জেলা ও সদর উপজেলা অফিসের কর্মকর্তা-কর্মচারী ও আনসার-ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা কার্যালয়ের অধীনে ৫৫টি, পাঁচ উপজেলা অফিসের অধীনে ১০টি করে ৫০টি এবং ৯টি ক্লাবে ১০ করে ৯০টি সহ মোট ১৯৫টি বনজ, ফলদ ও ঔষধী গাছের চারা রোপন করা হয়।