বৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

হরিপুরে ৯ বসত ঘরে আগুন, সব পুড়ে ছাই

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ২৯, ২০২২ ৪:০৩ অপরাহ্ণ

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের বকুয়া বটতলা গ্রামে ৩ কৃষকের ৯টি ঘরে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১০ লাখ।

বুধবার ( ২৮ ডিসেম্বর ) সন্ধ্যা ৭টায় ওই গ্রামের আলতাফ হোসেনের শয়ন ঘরে বিদ্যুতের সর্টসার্কিট থেকে এ আগুন লাগলে,মূহুর্ত্তের মধ্যে ৩টি পরিবারের ৯টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।

আলতাফ হোসেন উপজেলার বকুয়া বটতলা গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে।

ইন্জিয়াস কম্পানির এ. এম.ও অফিসার আব্দুল গফুর জানান, উক্ত আগুনে তার পরিবারের ৫টি ঘরে সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ক‍্যাশ টাকাসহ প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

আলতাফ হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ করে বিদ্যুতের সর্টসার্কিট হয়ে আগুনের লেলিহান আমার শয়ন ঘরে দাউ দাউ করে জ্বলে উঠে।
মূহুর্ত্তের মধ্যেই আগুন আমার ৪টি ঘরসহ আশেপাশের আরও ৫টি ঘর পুড়ে যায়।

হরিপুর ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়্ন্ত্রণে আনে। কিন্তু এরই মধ্যে ঘরে থাকা সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়।

হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম শরীফুল হক জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল করিম এবং সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবু তাহের উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত