ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শুরু হয়েছে আলী আকবর ও মিজানুর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
বিকালে উপজেলার মীরডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নান্টের উদ্বোধন করেন ঢাকা কর অঞ্চলের কর কমিশনার মো: আসাদুজ্জামান। এ সময় সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খেলাধুলার মধ্য দিয়ে যুব সমাজ অপরাধ প্রবণতা থেকে দুরে থেকে স্বাস্থ্য রক্ষা এবং ক্রীড়াঙ্গণে জায়গা করে নিয়ে দেশে মান উজ্জ্বল করবে বলে আশা প্রকাশ করেন উদ্বোধক ঢাকা কর অঞ্চলের কর কমিশনার মো: আসাদুজ্জামান। এধরনের খেলা অব্যাহত রাখারও প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
উদ্বোধনী খেলায় রংপুরের পীরগঞ্জ স্পোটিং ক্লাব ৪-০ গোলে ঠাকুরগাঁওয়ের হরিপুর ফুটবল একাদশকে পরাজিত করে। এই টুর্নামেন্টে ৮টি দল অংশ নিচ্ছে।