শুক্রবার , ২৮ অক্টোবর ২০২২ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পার্বতীপুর বাস মালিক সমিতির নেতার উপর হামলার পর ৩য় দিনও ধর্মঘট অব্যাহত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ২৮, ২০২২ ২:৩১ অপরাহ্ণ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি\ পার্বতীপুর বাস টার্মিনাল থেকে আজ বৃহস্পতিবার তৃতীয় দিনের মত কোন বাস ছেড়ে যায়নি। গতকাল সকাল থেকে বেলা ১টা পর্যন্ত বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আফসার আলী, দপ্তর সম্পাদক আজাহার আলী, শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবুল আক্তার বাবুসহ অন্যান্য মালিক-শ্রমিকরা কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থান করে ধর্মঘট চালিয়ে যায়।
এদিকে, গত তিনদিন ধরে পার্বতীপুর-দিনাজপুর, পার্বতীপুর-রংপুর, পার্বতীপুর-সৈয়দপুর এবং পার্বতীপুর-ফুলবাড়ী রুটে বাস চলাচল বন্ধ রেখে মালিক ও শ্রমিকরা ধর্মঘট চালিয়ে আসলেও উদ্ভূত পরিস্থিতি নিরসনে দৃশ্যমান কোনো অবস্থা লক্ষ্য করা যায়নি। এতে যাত্রীরা পড়েছেন ভীষণ দূর্ভোগে।
দিনাজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারন সম্পাদক ও পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ফয়জার রহমানের উপর সন্ত্রাসী হামলা ও আসামীদের গ্রেফতারের প্রতিবাদে গত মঙ্গলবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখে মালিক ও শ্রমিকরা পার্বতীপুরে ধর্মঘট পালন করে যাচ্ছে।
দিনাজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আফছার আলী বলেন- ফয়জার রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় স্থানীয় থানায় মামলা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত প্রশাসন আসামীদের ধরতে ব্যর্থ হয়েছে এবং তাদের কোন ভূমিকাই আমরা দেখছি না। পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করছে। অবিলম্বে তাদের গ্রেফতার করা না হলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলে উত্তরবঙ্গ অচল করে দিব। মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক বাবুল আক্তার বাবু মালিক সমিতির সাথে সংহতি প্রকাশ করে বলেন- আজ (বৃহস্পতিবার) রাত থেকে ঢাকাগামী কোচ চলাচলও বন্ধ রাখা হবে।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় বিড়ম্বনায় পড়েছেন সাধারণ যাত্রীরা। রহিম শেখ নামে এক যাত্রী বলেন, সৈয়দপুর যাওয়ার জন্য এসে দেখি বাস বন্ধ। বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে অটোবাইকে যেতে হচ্ছে। মরিয়ম বেগম নামে আরেক যাত্রী বলেন, বৃদ্ধ মাকে নিয়ে ডাক্তারের কাছে রংপুরে যাবো। এখন দেখছি বাস বন্ধ। বাস বন্ধ থাকার সুযোগে অটোবাইক চালকরাও ইচ্চেমতো ভাড়া চাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া মাত্রই মামলা নেয়া হয়েছে। আসামী ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি দাবি করেন।
উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাতে পৌরসভার গুলপাড়া এলাকায় একদল দূর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে ফয়জার রহামানের উপর হামলা করে। গুরুতর আহত অবস্থায় রাতেই তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ফয়জার রহমানের ছোট ভাই মনোয়রুল ইসলাম মানিক গত মঙ্গলবার রাতে পার্বতীপুর জিআরপি থানায় হত্যা চেস্টা ও চাঁদাবাজির একটি মামলা দায়ের করে। মামলায় ১০ জনের নামসহ ও অজ্ঞাত কয়েকজনকে আসামী করা হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে গড়ে উঠেছে গরু ও হাঁসের খামার দেখার কেউ নেই

হরিপুরে বেশি দামে সার বিক্রি করায় ৫ডিলারকে ১ লক্ষ১০ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে ব্যালট ছিনতাইয়ের সময় মেয়ে বাবা আটক ।

পঞ্চগড় ডেইরি হাব’র যাত্রা শুরু

আজ (৩ ডিসেম্বর) পীরগঞ্জ পাকিস্তানি হানাদার মুক্ত দিবস

সরকার পশ্চাৎপদ নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে বদ্ধপরিকর -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আলোড়িত সেই মনি মুক্তা আজ ১৫বছরে পা দিল

ঠাকুরগাঁওয়ে সত্যপীর ব্রিজ নির্মাণ– ৩ দফা দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ৪ সন্তানই প্রতিবন্ধী- বিপাকে পড়েছেন হতদরিদ্র — মোঃ জব্বার আলী

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত ১