বৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৬ জন গুরতর আহত।

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ৭, ২০২৩ ৮:২৬ অপরাহ্ণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে পাঁচপীর নামকস্থানে মহাসড়কে দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছেন।

এর মধ্যে গুরুতর আহত ২ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর-২০২৩) সন্ধ্যা ৬ টার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক ও পাঁচপীর নামক স্থানে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ৬টার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের উপজেলার ভোগনগর ইউনিয়নের পাঁচপীর এলাকায় একটি ট্রাকের সাথে পাগলু ও অটোচার্জারের ত্রিমুখী সংঘর্ষ ঘটে।

এ সময় ট্রাক চালকসহ ৬ জন আহত হন।

খবর পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ( হাসপাতালে) নিয়ে যান।

আহতরা হলেন-ট্রাক চালক নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কামারপুকুর গ্রামের মান্নানের ছেলে সুফিয়ান (৪২).

অটোচার্জার চালক বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের বড় শীতলাই গ্রামের দুলু মোহাম্মদের ছেলে আব্দুল জলিল (৫০).

উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট এলাকার বাসিন্দা মতিয়ার রহমানের ছেলে সায়েদ (৩৫).

একই ইউনিয়নে এলাইগাঁও গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী ফরিদা (৩৫).

ভাবকী গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে কলেজ ছাত্রী রিমু (১৭). ও কবিরাজহাট এলাকার বাসিন্দা মাহাতাবের ছেলে রাব্বি (২০).

প্রায় আধাঘন্টা অভিযান চালিয়ে ট্রাকের নিচে চাপা পড়া অটোচার্জার চালক আব্দুল জলিল ট্রাক চালকসহ ২ জন কে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত:পর দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে বীরগঞ্জ থানার ওসি মোঃ মজিবুর রহমান সহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

এ রির্পোট লিখা পর্যন্ত দুর্ঘটনাকলীত ট্রাকটি উদ্ধার কাজ চলছিল।

ট্রাক চালক হাসপাতাল জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় জানান গুড়ি গুড়ি বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে সড়ক ছিল পিচ্ছিল, ঢাকা মেট্রো-ট-১৮-১১৫০ ট্রাকটি
বাম পাশের একটি পাগলু কে সাইড দিতে গেলে ডানের অটো চার্জারে ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এবং ডান পাশের গাছে লেগে দূর্ঘটনা ঘটে।

অটোচার্জারটি ট্রাকের নিচে পিষ্ট হয়, দূমরে মুচরে যায় ও চালক চাপা পড়ে এবং আমিও স্টেয়ারিংয়ে চাপ খেয়ে ডান পা ক্ষতিগ্রস্ত হই।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনাস্থল হতে আহতদের উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের চিকিৎসার ব্যবস্থা করেছে।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত কেউ মামলা করতে চাইলে মামলা নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও