পঞ্চগড় প্রতিনিধি\ ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনে প্রথম বারের মত পঞ্চগড়ে জাতীয় শিক্ষক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। ব্যানার, ফেস্টুনে বিভিন্ন শ্লোগান নিয়ে শোভাযাত্রাটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে হয় আলোচনা সভা।
পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাইনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় শিক্ষক উদযাপন কমিটি পঞ্চগড় জেলা শাখার আহবায়ক ও পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দেলওয়ার হোসেন প্রধান। এতে জেলা শিক্ষা অফিসার মো. শাহীন আকতার, প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম, সাবেক নারী সংসদ সদস্য ফরিদা আক্তার হিরা বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠান চলাকালীন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন। শোভাযাত্রা ও আলোচনা সভায় জেলা সদরের বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজ, স্কুল ও মাদ্রাসার প্রধানসহ শিক্ষকরা অংশ নেন। জেলার বাকি চার উপজেলাতেও একই কর্মসূচি পালন করা হয়েছে।