পঞ্চগড় প্রতিনিধি \ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ বলেছেন, আর্থিক প্রতিষ্ঠানের ঋণ সেবা খাতগুলো আরও স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সরকারের সকল সেবা সহজে মানুষের দোড়গোড়ায় পৌছে দিতে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি গতকাল শনিবার পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় তিনটি আর্থিক প্রতিষ্ঠানের গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে কর্মসংস্থান ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশন ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উদ্যোগে এই গণশুনানী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের চেয়ারম্যান ড. মো. সেলিম উদ্দীন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হক, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরিন আক্তার, হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিনটি আর্থিক প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক সেবা গ্রহীতা উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ রাজশাহী উন্নয়ন ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের ১০৫ জন ঋণ গৃহীতার মাঝে প্রায় দুই কোটি টাকার ঋণের চেক বিতরণ করেন।