এসএম মশিউর রহমান সরকার বালিয়াডাঙ্গী( ঠাকুরগাঁও) প্রতিনিধি : জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় গতকাল সোমবার রাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অবমাননার দায়ে ৪ যুবককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ভোট গ্রামে ১৩ ডিসেম্বর সোমবার রাতে ভোট পাড়া গ্রামের একটি মন্দির প্রাঙ্গণে জুয়া খেলছিলেন এলাকার বখাটে যুবকের দল। বালিয়াডাঙ্গী উপজেলা আইনশৃঙ্খলা বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে এ অর্থ দণ্ডাদেশ দেন। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যোবায়ের হোসেন ১৮৬০ সালের দণ্ডবিধির ২৯৭ ধারা মোতাবেক অর্থদন্ডে দন্ডিত করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন,পতিলা ভাসা গ্রামের তহিরুলের ছেলে মুসলিম উদ্দিন (৩৮), ভোট পাড়া গ্রামের মৃত দেবেন্দ্র রাস সিংহের ছেলে লক্ষীরাম সিংহ (৩০), ভোটপাড়া গ্রামের সুরেন চন্দ্র সিংহের ছেলে সোমবারু সিংহ(৩৫) ও ভোটপাড়া গ্রামের কার্তিক সিংহের ছেলে নিখিল সিংহ কে (২৪) সকলকে দুই হাজার টাকা অর্থদন্ড দন্ডে দন্ডিত করেন।