রবিবার , ৩০ অক্টোবর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বন্ধ চিনিকল চালুর দাবিতে পঞ্চগড়ে সভা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ৩০, ২০২২ ১০:৩৩ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড় চিনিকলসহ বন্ধ ঘোষিত রাস্ট্রায়ত্ব সকল চিনিকল চালুর দাবিতে এক মতবিনিময় সভা পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে পঞ্চগড় চিনিকল মুক্তিযোদ্ধা সংসদ ভবনে ওই সভা অনুষ্ঠিত হয়। পঞ্চগড় জেলা আখচাষী ও চিনিকল শ্রমিক সংগ্রাম কমিটি এ সভার আয়োজন করে। শ্রমিক নেতা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় আখচাষী ও চিনিকল শ্রমিক সংগ্রাম কমিটির সভাপতি জহিরুল ইসলাম, কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রেজা, ঢাকা মহানগর শাখার আহবায়ক রাজু আহমেদ বক্তব্য দেন। সভাটি সঞ্চালনা করেন শ্রমিক নেতা মাহবুব রহমান মিজান।
বক্তারা বন্ধ ঘোষিত রাস্ট্রায়ত্ব সকল চিনিকল অবিলম্বে চালু, শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ, অস্থায়ীদের স্থায়ী, আখের মন দুইশ টাকা করাসহ পাঁচদফা দাবিতে জানান। অন্যথায় আখচাষী ও শ্রমিকদের নিয়ে কেন্দ্রীয়ভাবে গোলটেবিল আলোচনা, চিনিকল এলাকায় সভা সমাবেশ, সংগ্রাম কমিটি গঠন এবং খাদ্য শিল্প কর্পোরেশন ভবন ঘেরাও কর্মসূচি পালন করা হবে। সভায় চিনিকল শ্রমিক ও আখচাষীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে পুনরায় চিনিকল চালু, আখচাষী এবং চিনি শ্রমিকদের রক্ষার দাবিতে শ্রমিক নেতা কে এইচ এম রবিউল ইসলামকে আহবায়ক ও শ্রমিক নেতা মাহবুব আলম বুলেটকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আখচাষী ও চিনিকল শ্রমিক সংগ্রাম কমিটি গঠন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও