বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে বাসের ধাক্কায় সুজালপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আহত ও ইসমাইল নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারী -২০২২) সন্ধ্যা সাড়ে ৬টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নে প্রাণনগর ঘোষপাড়া এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামের মৃত মফিজ (মোটা মেম্বার) এর ছেলে ও সুজালপুর ইউপির ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার। স্থানীয় ও প্রদক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় ইসমাইল সুজালপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মাস্টারকে সঙ্গে নিয়ে মটরসাইকেলযোগে ঠাকুরগাঁও জেলা শহর থেকে বীরগঞ্জের উদ্দেশ্যে আসার পথে
প্রাণনগর ঘোষপাড়া এলাকায় ঠাকুরগাঁওগামী প্রতিভা ট্রাভেস (রংপুর -জ -১১০০১৫) একটি নৈশকোচ এর সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ইসমাইল হোসেন (৫৮) নিহত হয় এবং মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নুরুল ইসলাম মাস্টার আহত হয়। বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত জানান,
এসআই রাজেকুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়েছেন এবং রোড ও হাইওয়ে পুলিশ সেখানে রয়েছে।