তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
“প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানে তেঁতুলিয়ায় পালিত হয়েছে জাতীয় যুব দিবস। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা
রাজিয়া, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাইন উদ্দীন, আনসার ভিডিপি
কর্মকর্তা বেগম রোকেয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুবেল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের নাফিজুল ইসলাম নাফিস, সাখাওয়াতসহ প্রশাসনের বিভিন্ন
দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ যুব উন্নয়ন থেকে সুবিধাভোগী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।এ সময় যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেয়া ১ ব্যাচের ১০ জনকে সনদপত্র বিতরণ করা হয়।