রবিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে রাজশাহী রংপুর বিভাগের তরুণী সংগঠকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ৭:৫৮ অপরাহ্ণ

বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার উপ-পরিষদ এর আয়োজনে ও মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সমন্বয়ে নারী ক্ষমতায়নের লক্ষ্যে রাজশাহী ও রংপুর বিভাগের তরুণী সংগঠকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনাজপুর এমবিএসকে মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে ও দিনাজপুর জেলা শাখার সমন্বয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দিনাজপুর মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমান বলেন, মহিলা পরিষদ নারীর মানবাধিকারকে সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে দেখে। আর তাই মহিলা পরিষদের কাজের ধারা বহুমাত্রিক। নারী সমাজকে সচেতন ও সংগঠিত হওয়ার আহŸান জানিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে মহিলা পরিষদের যে যাত্রা শুরু হয়েছিল, তার মধ্যে নিহিত ছিল বিপুল সম্ভাবনা ও শক্তি। তাই আজ সকল পর্যায়ের গণনারীর অধিকার আদায়ের আন্দোলনের একটি বড় প্লাটফরম হিসেবে মহিলা পরিষদ প্রতিষ্ঠা পেয়েছে।
দিনাজপুর মহিলা পরিষদে সাধারণ সম্পাদক ড. মারুফা বেগমের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা, প্রশিক্ষণ, গবেষনা ও পাঠাগার সম্পাদক রিনা আহমেদ, ভারপ্রাপ্ত পরিচালক লিগ্যাল এডভোকেসী ও লবি এ্যাড. দীপ্তি রাণী সিকদার, সদস্য সাহাজাদী শামীমা আফজালী, সালেহা বানু সাবা, দিনাজপুর মহিলা পরিষদের সহ-সভাপতি মিনতি ঘোষ, সাংগঠনিক সম্পাদক রুবিনা আকতার, প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রুবি আফরোজ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি প্রমুখ।
দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ৩টি কর্ম অধিবেশনে ভাগ করা হয়। সমাপনী দিনে ১টি কর্ম অধিবেশনের নারীর অধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘের উদ্যোগ ও সিডও সনদ এবং সংগঠন বিষয়ক দলীয় কাজ ও পেজেন্টেশন অনুষ্ঠিত হয়। এর আগের দিন ২টি কর্ম অধিবেশন অনুষ্ঠিত হয়। ১ম কর্ম অধিবেশনে ছিল প্রত্যাশা চয়ন, হাউজরুল ও কোর্স সহায়ক দল গঠন করা হয়। এরপর জেন্ডার ধারণা ও নারীর ক্ষমতায়ন: প্রেক্ষিত নারী প্রশিক্ষণ। প্রচলিত আইনে নারীর অধিকার এবং নারী নির্যাতন প্রতিরোধে বাস্তব কাজের ধারা: তরুণীদের করণীয় বিষয়ক প্রশিক্ষণ। ২য় কর্ম অধিবেশনে বাংলাদেশ মহিলা পরিষদ ও ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের আলোকে সংগঠনের কার্যক্রম প্রশিক্ষণ ও দলীয় কাজ। দুই দিন ব্যাপী প্রশিক্ষণে রাজশাহী ও রংপুর বিভাগের ১৩টি জেলার ৭১ জন তরুণী সংগঠক অংশগ্রহণ করে। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দসহ জেলা কমিটির নেতৃবৃন্দ। শেষে প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বাবা হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

ঠাকুরগাঁও -১ রমেশ চন্দ্র সেনকে আবারো নৌকার মাঝি হিসেবে দেখতে চায় সাধারণ জনগণ

কাহারোলে বিদ্যুতের পিলার রেখে ড্রেন নির্মাণ

পীরগঞ্জে ২১ ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা

আওয়ামী লীগ তামাশা শুরু করেছে- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

দিনাজপুরের কাহারোল উপজেলায় লকডাউনের তৃতীয় দিনে ১০জনের জরিমানা

সকল ধর্মের রাষ্ট্রীয় নিরাপত্তা বিধানে আওয়ামী লীগ প্রতিজ্ঞাবদ্ধ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ

বিশ্ব জলাতঙ্ক দিবসের র‌্যালী ও আলোচনা সভায়

নবনির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া (জাকা) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পক্ষে শুভেচ্ছা