পীরগঞ্জ প্রতিনিধি ঃ আওয়াল মিয়াকে সভাপতি এবং খলিলুর রহমান পলাশকে সাধারণ সম্পাদক করে ঠাকুরগাও জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ১৬ সদস্য বিশিষ্ট পীরগঞ্জ উপজেলা ষ্ট্যান্ড কমিটি গঠন করা হয়েছে। সোমবার পীরগঞ্জ প্রেসক্লাবে পাঠানো ঠাকুরগাও জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফ আলী বাটলা ও সাধারণ সম্পাদক আব্দুল জব্বার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি আইনুল হক, সহ সভাপতি নয়ন চন্দ্র দেব শর্মা ও দবিরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক তানজির শাওন ও সালাউদ্দীন সালামত, অর্থ সম্পাদক ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আফজাল হোসেন, সড়ক সম্পাদক জমিরউদ্দীন ও মোজাফফর মুজা, প্রচার সম্পাদক রেজাউল করিম দুলাল, কার্য নির্বাহী সদস্য মহিদুল ইসলাম, আলম (ঢেকি) ও সাদেক আলী। ঠাকুরগাও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সিপিবি’র জেলা সাধারণ সম্পাদক আ্যাড. আবু সায়েম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা খ্রীস্টিয়ান এসোসিয়েশনের সভাপতি বিষ্ণুপদ রায় নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।