বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীর আউলিয়ার
ঘাটে নৌকাডুবিতে নিখোঁজ চার বছরের জয়া রাণী অর্ধগলিত মরদেহ ৪৭ দিন
পর গতকাল শুক্রবার বিকেলে করতোয়া নদীতে বালু উত্তোলনের সময় উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের একটি টিম গতকাল শক্রবার বিকেলে অর্ধগলিত মৃতদেহটি উদ্ধার
করে তার পরিবারের কাছে হস্তান্তর করেন। মৃত জয়া রানী পঞ্চগড় সদর উপজেলার
ঘাটিয়ারপাড়া গ্রামের ধীরেন্দ্র নাথের মেয়ে। বোদা থানার অফিসার ইনচার্জ
সুজয় কুমার রায় বলেন নৌকা ডুবিতে এক নিখোঁজ শিশু অর্ধগলিত উদ্ধার করা
হয়েছে। মৃতদেহটি সনাক্ত করার পর তার পরিবারের মাঝে প্রেরণ করা হয়েছে। নৌকা
ডুবি ঘটনায় ৪৭ দিনেও এখনো পর্যন্ত আরো ১ জন ব্যক্তির লাশ পাওয়া যায়নি সে
বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের খগেন্দ্রনাথের ছেলে
সুরেন চন্দ্র রায়। উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পঞ্চগড় বোদা উপজেলার
মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাটে করতোয়া নদীর নৌকাডুবির ঘটনায় ৬৯
জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় তিন জন নিখোঁজ ছিল। ৪৫ দিনের পর একজনের
মরদেহ উদ্ধার করা হয় গতকাল শুক্রবার ৪৭ দিনের পর একজন শিশু মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ বিষযে সরকারি তালিকা অনুযায়ী নৌকা ট্রাজেটিতে ৭২ জনের প্রাণহানী
হলেও এখনও পর্যন্ত ৭১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা
প্রশাসক দীপঙ্কর রায় জানান।