মঙ্গলবার , ১৫ নভেম্বর ২০২২ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ১৫, ২০২২ ৯:৫৫ অপরাহ্ণ

“দুর্ঘটনা দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আয়োজনে জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রতিষ্ঠানের প্রাঙ্গনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন উপলক্ষে দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ মঞ্জিল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি দিনাজপুর স্থানীয় সরকার এর উপ-পরিচালক মোঃ মোকলেছুর রহমান শুভেচ্ছা বক্তব্যে বলেন, বিশেষ করে দিবসটি পালনের অর্থ হচ্ছে আমাদেরকে সচেতন করে গড়ে তুলা। মানবতা সেবা, অগ্নি নিরাপত্তা ও মানুষের মধ্যে সচেতনা বৃদ্ধি করাই হচ্ছে এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। কোন অগ্নিকান্ড বা দূর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে সরাসরি প্রতিরোধ গড়ে তুলে। বিশেষ করে উদ্ধার তৎপরতা চালিয়ে মানুষের জীবন রক্ষা করে। তাদের এই মহড়া ও প্রশিক্ষন মানুষের মধ্যে সচেতনা সৃষ্টির জন্য গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। যার ফলে দিন দিন মানুষের সচেতনা বৃদ্ধি পাচ্ছে। এটাই হচ্ছে আজকের সার্থকতা। বিগত বছর গুলিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা অত্যন্ত নির্ভীক ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেছে। মানুষের প্রশংসা পেয়েছে। তাদের সাহসিক ও মানুষের সেবামূলক কাজের যে তৎপরতা তা উল্লেখ করার মত এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তিন আরও বলেন, বর্তমানে আমাদের দেশে আধুনিক ও দক্ষভাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গড়ে উঠেছে। যার সুফল আমরা পেতে শুরু করেছি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ার হাউজ ইন্সপেক্টর মোঃ আব্দুল্লাহ খান এর অনবদ্য সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশেষ অতিথির দিনাজপুর সিভিল সার্জন ডাঃ এ এইচ এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর জেলা সুপার মোঃ মোকাম্মেল হোসেন। এই সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ মেহফুজ তানজীর, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাঃ পরিচালক ও দিনাজপুর দোকান মালিক সমিতির সাঃ সম্পাদক মোঃ জহির শাহ্, নবরুপী সুরবানী সংগীত শিক্ষা কেন্দ্রের সাধারন সম্পাদক এ কে এম মেহেরুল্লা বাদল, ডিজিএফআই সার্জেন্ট আশরাফ আলী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটারগন।
এর আগে সারাদেশ ব্যাপী ভার্চুয়ালির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষনা দেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর অগ্নিনির্বাপক ও রেসকিউ এর সরঞ্জাম সামগ্রী প্রদর্শন এবং শহরের প্রধান প্রধান সড়কে অগ্নিনির্বাপক গাড়ীবহরসহ মহড়া প্রদর্শিত হয়।
খানসামা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের খানসামায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে খানসামা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে উক্ত স্টেশন চত্বরে “দুর্ঘটনা-দূর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মনতাজুল ইসলামের সভাপতিত্বে ও ফায়ার ফাইটার ফারুক আহম্মেদের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সংবাদকর্মী মাসুদ রানা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কাব স্কাউট সদস্য নুরুল ইসলামসহ স্কাউট শিক্ষার্থী, ফায়ার ফাইটার, স্টেশনের সদস্যবৃন্দ।
বীরগঞ্জ
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ “দূর্ঘটনা-দূযোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই শ্লোগানে দিনাজপুরের বীরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে বীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের আয়োজনে নিজ কার্যালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিনাত রেহানার সভাপতিত্বে ফায়ার ফাইটার মোঃ কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ ফায়ার ষ্টেশনের ওয়ার হাউজ ইন্সেপেক্টর মোঃ মেরাজ আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রতন কুমার সাহা রেন্টু।
এ সময় বীরগঞ্জ সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মোঃ মীর কাশেম লালু, সাধারণ সম্পাদক হাসান জুয়েল, বীরগঞ্জ সরকারী কলেজের সিনিয়র রোভারমেট মোঃ ফরহাদ হোসেন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ ফায়ার ষ্টেশনের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
ঘোড়াঘাট
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ”দুঘর্টনা -দূর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর ১২ টায় ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে অফিস চত্বরে স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম জাতীয় পতাকা উত্তোলন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন ।
এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার শফিকুল ইসলাম, লিডার- জিয়াউর রহমান ও মুক্তি মাহমুদসহ ফায়ার সার্ভিস স্টেশনের সকল ফায়ার ফাইটারগণ ও গনমাধ্যম কর্মীরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে লাউথুতি এস, সি, উচ্চ বিদ্যালয়ের অবৈধ ম্যানেজিং কমিটি গঠন, প্রধান শিক্ষকের রুমে তালা দিয়েছে অভিভাবকেরা !

দিনাজপুর সদর ও চিরিরবন্দর উপজেলা মৎস্যজীবী  লীগের সকল কার্যক্রম বিলুপ্তি ঘোষণা

দিনাজপুর সদর ও চিরিরবন্দর উপজেলা মৎস্যজীবী লীগের সকল কার্যক্রম বিলুপ্তি ঘোষণা

হাবিপ্রবিতে কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৩ কলেজে শতভাগ ফেল

দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৩ কলেজে শতভাগ ফেল

কান্তজিউ মন্দিরে রাজ দেবোত্তর এস্টেটের পক্ষ থেকে কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবকে সংবর্ধনা প্রদান

বোচাগঞ্জে ব্রীজ দেবে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

জরিপের নামে লাখ লাখ টাকা আদায় পীরগঞ্জে ভূমি জরিপ অফিসের দুই কর্মচারী বরখাস্ত

পীরগঞ্জে শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় রাণীশংকৈলের কৃতি সন্তান শাহাদতের মৃত্যু

বীরগঞ্জে বিদেশে রপ্তানী অপেক্ষায় গৌরমতি আম