বুধবার দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র বাহাদুর বাজার ষ্টেশন রোড রোলেক্স বিরিয়ানী হাউজের বিপরীত পাশে দেশী-বিদেশী প্যাকেটজাত খাদ্য, বিভিন্ন কোয়ালিটির মানসম্মত পেস্ট্রি, কেক ও ফাস্ট ফুডসহ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে পেস্ট্রি হাউজের উদ্বোধন হয়েছে।
পেস্ট্রি হাউজের উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ জেলার আদর্শ গ্রæপ এর ম্যানেজিং ডিরেক্টর আলহাজ¦ মোঃ সাদিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টিজ এর সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান বকুল, রোলেক্স বিরিয়ানী হাউজের সত্তাধিকারী মোঃ সফিউল্লাহ খান শুক্লা, বিশিষ্ট ব্যবসায়ী আল-আমিন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ¦ মোঃ সাদিকুল ইসলাম বলেন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে পেস্ট্রি হাউজ যথেষ্ট অবদার রাখবে বলে আমার বিশ^াস। পেস্ট্রি হাউজের প্রোপাইটর মোঃ শামীম খান বিল্লু বলেন, দিনাজপুরের গ্রাহকদের মাঝে মানসম্মত, মুখরোচক ও বিভিন্ন অনুষ্ঠানে খাদ্যদ্রব্য সরবরাহ করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের সহযোগিতা পেলে পেস্ট্রি হাউজ একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।