বুধবার , ১৬ নভেম্বর ২০২২ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরের রাজবাটি সবজি বাগান আদর্শ গ্রামে ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ১৬, ২০২২ ১১:৪৩ অপরাহ্ণ

বুধবার দুপুরে পল্লীশ্রী’র নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টির প্রকল্পের আয়োজনে এবং ব্রেড ফোর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর সহযোগিতায় দিনাজপুরের রাজবাটি সবজি বাগানে আদর্শ গ্রামের বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সকল অনুষ্ঠানেপ্রধান অতিথি ছিলেন রাজবাটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমীন। অনুষ্ঠানে রাজবাটি সবজি বাগান আদর্শ গ্রামের সভাপতি কৃষি কমিটির সাধারণ সদস্য মোছাঃ নাসিমা আক্তার রেবা এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পল্লীশ্রী’র নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্পের হিসাব রক্ষক মোছাঃ মনোয়ারা খাতুন, পল্লীশ্রী’র প্রোগ্রাম ফ্যাসিলিটেটর কাম কাউন্সিলর কৃষ্ণা দাস, আদর্শ গ্রামের সভাপতি রউফা, সাধারণ সম্পাদক কোহিনুর প্রচার সম্পাদক জয়নাব।
সকাল ১০টায় রাজবাটি ঈদগাহ মাঠে দিনব্যাপী এ সকল অনুষ্ঠানের মধ্যে শিশু, কিশোর, কিশোরী, নারী ও পুরুষদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে দুপুর ২টায় সকল প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও