বৃহস্পতিবার জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ১৮ হতে ২৪ নভেম্বর “সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি” এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী, আলোচনা সভা ও সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঔষধ প্রশাসন দিনাজপুরের সহকারী পরিচালক এস.এম সুলতানুল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রে’র উপ-পরিচালক ড. মাহফুজা খাতুন ও জেলা ভেটেরিনারি হাসপাতাল দিনাজপুরের জেলা ভেটেরিনারি অফিসার ড. আশিকা আকবর তৃষা। এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পজেক্টরের মাধ্যমে উপস্থাপনা করেন বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ ওসমান গনি। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রাণিসম্পদ দপ্তরের ট্রেনিং অফিসার ডাঃ আনিসুর রহমান। বক্তারা বলেন, এন্টিবায়োটিক অহেতুক ব্যবহারের ফলে মানুষ অথবা পশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসবে। ফলে তাদের শরীরে আর কোন এন্টিবায়োটিক কাজ করবে না। এ থেকে পরিত্রাণ পেতে এন্টিবায়োটিকের ক্ষতির বিষয়কগুলো জানিয়ে সাধারন মানুষকে সচেতন করতে হবে। আমরা জানি এন্টিবায়োটিকের ব্যবহার হয় সাধারণত হিউম্যান, এনিমেল, ক্লিনিক ও কৃষি সেক্টরে। এসব সেক্টরে এন্টিবায়োটিকের ব্যবহার সমন্ধে সচেতন করতে পারলে আগামী প্রজন্ম’র জন্য একটি সুষ্ঠ ও সুন্দর জাতি গঠন করা সম্ভব হবে। শুরুতে বর্ণাঢ্য র্যালীর নেতৃত্বে দেন প্রধান অতিথি ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক এস,এম সুলতানুল আরেফিন ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলতাফ হোসেনসহ প্রাণি সম্পদের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।