রোববার দিনাজপুর শহরের স্টেশন রোড সংলগ্ন টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ক্ষুদে বৈজ্ঞানিক শিক্ষার্থীদের নিয়ে দুইদিনব্যাপী বিজ্ঞাপন মেলা-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপ্যাল টুলেন হাসদাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজ্ঞাপন মেলার উদ্বোধন করেন দিনাজপুর নাগরিক উদ্যোগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, প্রবীন রাজনীতিবিদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকতারা বেগম। স্বাগত বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপ্যাল পপি দাস হাসদাক। শুভেচ্ছা বক্তব্য রাখেন অভিভাবক ডাঃ তানজিলা আক্তার তিমু, মোশায়েরা আক্তার ও সাংবাদিক কাশী কুমার দাস। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মুকিদ হায়দার শিপন, প্রধান অতিথি আবুল কালাম আজাদ বলেন, আজকের এই ক্ষুদে শিক্ষার্থীরা একদিন বড় বৈজ্ঞানিক হয়ে দেশ ও জাতির মুখ সমুজ্জ্বোল করবে। আজকের এই বিজ্ঞান মেলার অভিজ্ঞতা এবং উৎসাহ তোমাদেরকে আরও বড় হতে সাহায্য করবে। তোমরা এগিয়ে যাবে দেশও এগিয়ে যাবে। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় বিজ্ঞান মেলার স্টোলগুলো পরিদর্শন করেন। সেখানে ক্ষুদে বৈজ্ঞানিক শিক্ষার্থীরা তাদের তৈরী ওয়ার্টার পাম্প, ওয়াটার সাইকেল, পেশার, পানি বিশুদ্ধর যন্ত্র, ভালো এবং স্বাস্থ্য সম্পর্কিত পরিবেশ প্রদর্শন করা হয়। শেষে টিউলিপের ক্ষুদ্র শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।