পঞ্চগড় প্রতিনিধি\ বর্ষা মৌসূম শেষ হয়ে গেলেও বৃষ্টি যেন পিছুই ছাড়ছে না। আকাশে মেঘ জমে আছেই। দিনে বা রাতে বৃষ্টি হচ্ছে যে কোন সময়। আর এই বৃষ্টির প্রভাবে প্রায় মাসখানেক আগেই পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলোতে শুরু হয়েছে শীতের আমেজ। এতে করে নামতে শুরু করেছে সর্বনিম্ন তাপমাত্রা। গত সপ্তাহখানেক ধরেই দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে পঞ্চগড় ও এর আশপাশের জেলাগুলোতে। গতকাল বুধবার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার মৌসূমের দেশের সর্বনি¤œ তাপমাত্রা ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। তবে ধীরে ধীরে নামতে শুরু করবে সর্বনি¤œ তাপমাত্রা এমনটাই বলছেন আবহাওয়াবিদরা। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কমে আসার পাশাপশি সর্বনি¤œ তাপমাত্রা নেমে আসায় রাতের বেলা বেশ শীত অনুভ‚ত হচ্ছে। সন্ধ্যার পরই বন্ধ রাখতে হচ্ছে ফ্যানের সুইচ। রাতে গায়ে জড়াতে হচ্ছে কাঁথা-কম্বল।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য মতে, গতকাল বুধবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৭ মিলিমিটার রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। এর আগের দিন তেঁতুলিয়ায় বৃষ্টি না হলেও জেলার বিভিন্ন স্থানে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। গতকাল বুধবার সকালেও বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। আকাশে এখনও মেঘ রয়েছে। দিনের বেলা মেঘ-সূর্যের লুকোচুরিতে রোদের উত্তাপ তেমনটা অনুভ‚ত হয়নি। আবার বিকেল থেকেই বাতাস প্রবাহিত হওয়ায় সন্ধ্যা থেকেই শীত অনুভ‚ত হয়েছে। আকাশে মেঘ জমে থাকায় গত তিনদিন ধরে কুয়াশা দেখা যাচ্ছে না। মেঘ কেটে গেলে শুরু হবে কুয়াশা।
এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিপাতে স্বস্তি নেমে এসেছে কৃষকদের মাঝে। কারণ দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় প্রকৃতি নির্ভর আমন ক্ষেত শুকিয়ে গিয়েছিল। দেখা দিয়েছিল ব্যাপক পোকার আক্রমন। কয়েকদিনের বৃষ্টিতে জমিতে পর্যাপ্ত পানি জমেছে। এই পানি দিয়েই আমন ধানের শীষ বের হতে শুরু করেছে। তাই মৌসূম শেষের এই বৃষ্টি তাদের জন্য আশির্বাদ হয়ে এসেছে বলে জানিয়েছেন কৃষকরা। জেলার বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউপির ইসলামপুর গ্রামের কৃষক শাহ আলম জানান, এবার ১০ বিঘা জমিতে আমন চাষ করেছি। জমিতে চারা রোপনের কিছুদিন পর বৃষ্টি বন্ধ হয়ে যায়। ফেটে চৌচির হয়ে যায় আমন ক্ষেত। সেই সাথে শুরু হয় বিভিন্ন পোকার আক্রমন। কীটনাশক স্প্রে করেও কোন কাজে আসছিল না। কয়েকদিন ভারী বৃষ্টিতে জমিতে যেমন পানি লেগে আছে সেই সাথে ভারী বৃষ্টিতে ধান গাছের পোকামাকড় পানিতে ভেসে গেছে। আশা করছি গত বছরের তুলনায় এবার বেশি ফলন পাব।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক জীতেন্দ্র নাথ রায় জানান, পঞ্চগড়ে গত কয়েকদিন ধরেই পঞ্চগড়ে বৃষ্টিপাত হচ্ছে। এই ধারা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। বৃষ্টির কারণে নামতে শুরু করেছে সর্বনি¤œ তাপমাত্রাও। আগামী কয়েকদিন এখানকার সর্বনি¤œ তাপমাত্রা ২০-২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে।