বুধবার দিনাজপুর ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচনে বিভিন্ন পদে ২১ প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন।
আগামী ২৪ ডিসেম্বর দিনাজপুর ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে সভাপতি পদে মোঃ নজরুল ইসলাম ও মোঃ রুস্তম আলী, সহ-সভাপতি পদে আব্দুল লতিফ ও মোঃ মঈন, সাধারণ সম্পাদক পদে মোঃ রাজিউর রহমান বিপ্লব, মোঃ আতা ও মোঃ শহীদুল্লাহ, যুগ্মসাধারণ সম্পাদক পদে মোঃ রাজু ও মোঃ ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ পদে মোঃ মমিনুল, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মিন্টু ও মোঃ আনছার আলী লিটন, দপ্তর সম্পাদক পদে মোঃ আব্দুর রশিদ ও মোঃ শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক পদে মোঃ মামুন আলী ও মোঃ বেলাল হোসেন, কার্যকরী সদস্য পদে মোঃ বেলাল, মোঃ আব্দুস সালাম, মোঃ জসিম উদ্দিন, মোঃ জুয়েল ইসলাম এবং মোঃ শাহিন দিনাজপুর সদর উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর ইসলাম এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ আসাদুজ্জামান এর নিকট হতে মনোনয়নপত্র গ্রহণ করেন।
উল্লেখ্য যে,দিনাজপুর ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ (রেজিঃ নং ৪১১) এর ত্রি-বার্ষিক নির্বাচন গত ২৪ নভেম্বর তফসিল ঘোষণা করা হয়। উক্ত তফসিলে ২৯ ও ৩০ নভেম্বর প্রার্থীদের মনোনয়ন পত্র ক্রয়, ১ ডিসেম্বর এবং ৪ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল, ৫ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই ও প্রাথমিক খসড়া প্রার্থীদের তালিকা প্রকাশ, ৬ ডিসেম্বর প্রার্থীদেও আপত্তি গ্রহণ এবং ৭ ডিসেম্বর বাতিলকৃত প্রার্থীর আপিল আবেদন দাখিল, ৮, ১১ ও ১২ ডিসেম্বর আপিলকৃত প্রার্থীদের শুনানি, ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থীদের বৈধ তালিকা প্রকাশ এবং আগামী ২৪ ডিসেম্বর বেলা ১১ টা হতে বিকেল ২টা পর্যন্ত ভোটগ্রহণ।