শনিবার , ৩ ডিসেম্বর ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ৩, ২০২২ ১১:৫১ অপরাহ্ণ

“অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমূখী পদক্ষেপঃ প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ^ বিনির্মাণে উদ্ভাবনের ভুমিকা”-এবারের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৩ ডিসেম্বর শনিবার জেলা প্রশাসক, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা সমূহর আয়োজনে ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিশু একাডেমির সম্মুখ থেকে বর্ণাঢ্য র‌্যালীর নেতৃত্ব দেন প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। র‌্যালী শেষে শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মমিনুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমান, জাতীয় সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, উত্তরণ প্রতিবন্ধী সংস্থার সহ-সভাপতি অনামিকা পান্ডে। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ময়নুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, সম্প্রতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি তানজিমা পারভী সীমা, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু শাহনেওয়াজ। সভা শেষে দিনাজপুর জেলার ১৬০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার প্রদান করা হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, প্রতিটি মানুষের উচিৎ নিজ নিজ অবস্থানে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মান ও সেবা করা। তাদের মানুষ হিসেবে ভাবতে হবে। আসুন আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাঁড়াই এবং তাদের উন্নয়নে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করি। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন অফিস সহকারী গোলাম রব্বানী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাকিমপুরে কিনোয়া ও চিয়া সিড চাষ, নতুন সম্ভাবনা

বোচাগঞ্জে মাদক বিরোধী অভিযান জোরদার করেছে থানা পুলিশ

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের মতবিনিময়

সেতাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষের দুর্নীতি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলন

পঞ্চগড়ের হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট দুরিকরণের দাবিতে অনশন পানি পান করিয়ে অনশন ভাঙ্গালেন জেলা প্রশাসক

দিনাজপুর শিক্ষা বোর্ডের চলমান এসএসসির স্থগিত চার বিষয়ের পরীক্ষা ১০-১৫ অক্টোবর/তদন্ত কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ে হোটেল ম্যানেজারকে কারাদন্ড দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিনের শুভক্ষণে হাবিপ্রবিতে বিভিন্ন কর্মসূচি

বীরগঞ্জে এক দিনব্যাপী উত্তম কৃষি চর্চা শীর্ষক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

চিরিরবন্দরে পানির অভাবে আমন চাষিরা বিপাকে