রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অতিদরিদ্র কর্মসূচির কাজ সঠিক ভাবে তদারকি না করায় এবং কর্মসূচির তালিকায় উচ্চবিত্তশালীদের নাম তালিকায় আসার অভিযোগ উঠেছে। এ তালিকায় কোটিপতি রনি নামে এক মাষ্টাস পাশ যুবকের নাম থাকার সংবাদ গত ৭ ডিসেম্বর অনলাইন পত্রিকা ঠাকুরগাঁও সংবাদ রাণীশংকৈলে কোটিপতি অতিদরিদ্রের তালিকায়, এলাকায় আলোড়ন’ শিরোনামে প্রকাশিত হওয়ায় টনক নড়েছে প্রশাসনের ।
সংশ্লিষ্ঠ ইউপি সদস্যকে ইউএনও কার্যালয়ে ডেকে নাম বাতিল করেছে উপজেলা প্রশাসন।
গতকাল বুধবার (৭ডিসেম্বর) স্বরেজমিনে গিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয় বৃহস্পতিবার ভোরের কাগজ সংবাদের প্রেক্ষিতে ঘটনার সত্যতা পায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। ৮ ডিসেম্বর সংশ্লিষ্ঠ ইউপি সদস্য সইদুল ইসলামকে ডেকে রুধ্রদার বৈঠক করেন উপজেলা নির্বাহি কর্মকতা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ।
আলোচনার প্রেক্ষিতে কোটিপতি রনি নামে এক মাষ্টাস পাশ যুবকের নাম বাতিল করেন।
সংশ্লিষ্ঠ্য ওয়ার্ডের ইউপি সদস্য সইদুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, রনি আমার ভাগিনা। আমি তার নাম তালিকায় দিয়েছি। যেহেতু পত্রিকায় সংবাদ ছাপা হয়েছে তাই কার্ডটি বাতিল করা হয়েছে।
এ প্রসঙ্গে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়্যেল মাড্ডি বলেন, অভিযুক্ত রণি’র নাম বাদ দেওয়া হয়েছে। উত্তোলনকৃত অর্থ ফেরৎতের ব্যবস্থা করা হবে।
উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল সুলতান জুরকার নাইন কবির স্টিভ বলেন, আমরা কার্ড বাতিল করেছি, টাকা ফেরৎতের কি বিধান তা জেনে ব্যবস্থা নেওয়া হবে। তবে আপনাকে ধন্যবাদ এরকম একটি অনিয়ম তুলে ধরার জন্য।