বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদায় নানান কর্মসূচীর মধ্য দিয়ে আর্ন্তজাতিক দুনীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে। গতকাল শুক্রবার দিবসটি উপলক্ষে উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরের সামনে বোদা-পঞ্চগড় মহাসড়কে মানববন্ধন শেষে উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীর চন্দের সভাপতিত্বে পরিষদ হলরুমে আলোচনা সভা বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আনিসুজ্জামান নতুন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মনোরঞ্জন সরকার, সুফিকুল আলম দোলন প্রমুখ। এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সাংবাদিক, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।