মঙ্গলবার , ২ জানুয়ারি ২০২৪ | ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ২, ২০২৪ ১০:৫০ অপরাহ্ণ

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁওয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২ জানুয়ারি মঙ্গলবার দিবসটি পালনে ঠাকুরগাঁও জেলা সমাজসেবা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়র হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই শ্লোগানে ঠাকুরগাঁও জেলা সমাজসেবা কার্যালয় ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে আলোচনা সভায় ঠাকুরগাঁও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: আল মামুনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, বিশেষ অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা সমাজসেবা অফিসার সারোয়ার মুর্শিদ আহমেদ, শহর সমাজসেবা অফিসার শাকিল মাহমুদ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এর প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আল মানসুর প্রমুখ। এ সময় সমাজসেবা অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও