বিকাশ ঘোষ, বীরগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধি॥- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, দেশের পশ্চাৎপদ জনগোষ্ঠীর একটি বড় অংশই হচ্ছে আদিবাসী। বাংলাদেশ বিনির্মাণে আদিবাসীদের ভূমিকা অপরিসীম। মুক্তিযুদ্ধ এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটি সংগ্রামে আদিবাসীরা অগ্রণী ভূমিকা পালন করছেন। কাজেই আজকে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে এই জনগোষ্ঠী পিছিয়ে থাকবে এটা হতে পারে না। তাই যে দেশ সকল সম্প্রদায়ের রক্তের আল্পনায় অর্জিত, সেই দেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে তাদের সম্পূর্ণরূপে সম্পৃক্ত করতে হবে।
সোমবার (১২ ডিসেম্বর ২০২২) দুপুরে ঠাকুরগাঁও সদর- উপজেলার ইএসডিও অডিটোরিয়ামে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে ও হেকস্ ইপার এর সহযোগিতায় সমতলের ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ন্যাশনাল কনভেনশন ও সাংস্কৃতিক উৎসব কর্ম অধিবেশন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঠাকুরগাঁও ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. ওয়ারদাকুল আকমাম। স্বাগত বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব কালী রঞ্জন বর্মন।