চিরিরবন্দর প্রতিনিধি \ দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দরে অজ্ঞাতনামা ঢাকাগামী যাত্রীবাহী ডে-কোচের চাপায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই টুটুল দত্ত নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই মহাসড়কে চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউপির দেবীগঞ্জবাজার নামক স্থানে এসড়ক দূর্ঘটনাটি ঘটেছে।
নিহত টুটুল দত্ত (২০) চিরিরবন্দর উপজেলার ঈসবপুর ইউনিয়নের দক্ষিণনগর গ্রামের বাড়াইপাড়ার কেশব দত্তের ছেলে।
স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে টুটুল দত্ত দিনাজপুর-রংপুর মহাসড়ক দিয়ে সৈয়দপুর থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে চিরিরবন্দরের ফতেজংপুর ইউনিয়নের দেবীগঞ্জ বাজারে রাস্তার পাশে থাকা বালুতে পিছলে গিয়ে মহাসড়কের মাঝখানে ছিটকে পড়ে যায় টুটুল। এসময় দশমাইল থেকে ঢাকাগামী একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী ডে কোচ তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।