রবিবার , ১৮ ডিসেম্বর ২০২২ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে ড্রাম ট্রাকের ধাক্কায় আহত -৮

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ১৮, ২০২২ ৬:০৯ অপরাহ্ণ

বীরগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধি:-দিনাজপুরের বীরগঞ্জে মাটি ও বালুবোঝাই ড্রামট্রাকের বেপরোয়া ধাক্কায় আটজন আহত হয়েছে। শনিবার সকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের ছোট বোচাপুকুর গ্রামের বীরগঞ্জ -গড়েয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের সাইফুলের ছেলে শাকিব , কবুজের ছেলে মাসুদ তাদের অবস্থার অবনতি ঘটলে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেছেন। সামসুলের ছেলে বদিউল মতিউলের ছেলে সিফাত, তোয়াবুলের ছেলে উজ্বল, সফিকুলের ছেলে মাহাবুব, হবিবরের ছেলে আতাহারুল, খয়রুলের ছেলে, নুর ইসলাম, বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি ট্রাক পাল্লা দিয়ে বেপরোয়াভাবে যাচ্ছিল। এ-সময় সড়কে থাকা ধান মাড়াইয়ের একটি মেশিনকে ধাক্কা দিয়ে গাছের সাথে লাগিয়ে দেয়। এ ঘটনায় আট শ্রমিক আহত হয়। ওই এলাকার ভুক্তভোগীরা জানান, প্রশাসন কে ম্যানেজ করে ড্রামট্রাক চালিয়ে যাচ্ছেন বালু সরবরাহকারীরা। দীর্ঘদিন ধরে ড্রাম ট্রাক দিয়ে নদী থেকে বালু ও মাটি সরবরাহ করার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার স্বীকার হচ্ছে পথচারীরা। এব্যাপারে এলাকাবাসীরা জানান,উপজেলা নির্বাহী অফিসার কে বারবার অবগত করলেও কোন ফল হয়নি।  
 নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা বালু ও মাটি রেজিষ্ট্রেশন নম্বর বিহীন এসব ড্রামট্রাক করে ইটভাটাসহ বিভিন্ন এলাকায় বেপরোয়াভাবে সরবরাহ করা হচ্ছে। ট্রাকগুলোর কারণে প্রতিনিয়তই দুর্ঘটনার ঘটনা ঘটেছে। গ্রামের রাস্তাঘাট দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে জনসাধাণদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস বলেন,সরকারি প্রতিবছর গ্রামীণ রাস্তাগুলো সংস্কার করলেও এইসব ট্রাকের কারণে রাস্তার ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা জানান,ড্রাম ট্রাকে করে বালু ও মাটি সরবরাহে আইনগত বাধা থাকলেও প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে এ কাজ করা হচ্ছে। জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ রিপোট লেখা পর্যন্ত একটি ড্রামট্রাক এলাকাবাসী আটক করেছে। 

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে পানির অভাবে আমন রোপণে চিন্তায় চাষি

কাহারোলে ২ দিন ব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন।

হরিপুরে  ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

হরিপুরে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

পার্বতীপুরে প্রধানমন্ত্রী’র অনুদানের চেক বিতরন

রাণীশংকৈল কুলিক নদীতে মিললো বৃদ্ধার লাশ

দিনাজপুরে ক্রীড়া প্রতিযোগিতায় প্রবীণ জনগোষ্ঠীর ফুটবল দল চ্যাম্পিয়ান

ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগের ফুটবল ম্যাচ উপলক্ষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রস্তুতিমূলক খেলা

মাদক ব্যবসা ছেড়ে সফল উদ্যোক্তা ঠাকুরগাঁওয়ের মাজেদ

দিনাজপুর মহিলা পরিষদের উদ্যোগে কবি সুফিয়া কামালের জন্ম জয়ন্তী পালিত

চিরিরবন্দরে জাতীয়তাবাদী ওলামাদলের পরিচিতি সভা ও ইফতার মাহফিল