তথ্য অধিকার বিষয়ক মত বিনিময় সভায় বক্তারা
তথ্য দেওয়া বাধ্যতামূলক-তথ্য
চাওয়াটাও নাগরিক দায়িত্ব
রোববার রিসার্চ ইনিশিয়েটিভস্ বাংলাদেশ (রিইব) ঢাকা’র আয়োজনে এবং তথ্য অধিকার আইন বাস্তবায়ন দিনাজপুর জেলা কমিটির সহযোগিতায় “তথ্য দেওয়া বাধ্যতামূলক-তথ্য চাওয়াটাও নাগরিক দায়িত্ব”-শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তথ্য অধিকার আইন বাস্তবায়ন দিনাজপুর জেলা কমিটির সভাপতি মোঃ শামিউল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিইব ঢাকা সহকারী পরিচালক এ্যাডঃ রুহি নাজ, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল ও এসইউপিকে’র নির্বাহী পরিচালক মোঃ মোজাফ্ফর হোসেন। ধারণাপত্র পাঠ করেন আরটিআই এক্টিভিষ্ট গ্রæপ দিনাজপুরের সেক্রেটারী নওশাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর গ্রæপের সদস্য অনামিকা পান্ডে। অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন মামুনুর রহমান, আসতারুল আলম। মুক্ত আলোচনায় অংশ নেন রিমা নন্দি, রিমু, মারুফা বেগম, নুর নবী। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন রিইব এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মতিউর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন দিনাজপুর গ্রæপের সদস্য তানজিদা পারভীন সীমা। বক্তারা বলেন, তথ্য অধিকার আইন-২০০৯ একটি যুগান্তকারী আইন। তথ্যের অবাদ প্রবাহ রচনা ও জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে এই আইন ব্যবহার করা হয়। সরকারি, আধা সরকারিসহ বিভিন্ন দপ্তরে রক্ষিত তথ্য সমূহ আবেদন করে তথ্য লাভের মাধ্যমে সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনায়নে এই আইন যথেষ্ট ভূমিকা রাখতে পারে। তথ্য অধিকার আইনের মূল উদ্দেশ্য হলো রাষ্ট্র এবং জনগণের মধ্যে তথ্য অদান প্রদানে একটি সেতু বন্ধন তৈরি করা, যার মাধ্যমে রাষ্ট্র কিভাবে পরিচালনা হচ্ছে সেব্যাপারে জনগণ অবগত থাকবেন। আসুন এই আইন সবাই মিলে বাস্তাবয়ন করি।