বুধবার , ২১ ডিসেম্বর ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

সফল নারী উদ্যোক্তা আরিফার সফলতার গল্প

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ২১, ২০২২ ৮:১৯ অপরাহ্ণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ ইচ্ছাশক্তি ও মনোবল কাজে লাগিয়ে আজকের নারীরা এগিয়ে যাচ্ছে বহুদূর। তেমনি সফল গৃহিণীর পাশাপাশি একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন দিনাজপুরের খানসামার মোছাঃ আরিফা খাতুন।
সফল এই নারী উদ্যোক্তা উপজেলার গোবিন্দপুর পানুয়া পাড়া এলাকার বাসিন্দা। তাঁর স্বামী মোহাম্মদ আলী সিদ্দিক পেশায় একজন নেট ব্যবসায়ী।
জানা যায়, এসএসসি পরীক্ষার আগেই ২০০০ সালে তাঁর বিয়ে হয়। বিয়ের পর ২০০১ সালে এসএসসি ও ২০০৩ সালে এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। পরে গৃহিণী হিসেবে কেটে গেছে অনেক সময়। ছোটবেলা থেকেই কিছু করার ইচ্ছাশক্তি থেকেই ২০০৯ সালে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কেন্দ্রে সেলাই প্রশিক্ষণ গ্রহণ করেন। এই প্রশিক্ষণ গ্রহণ করে তাঁর দেবরের দেওয়া একটি সেলাই মেশিন দিয়ে তিনি নিজের বাড়িতে পারিশ্রমিকের বিনিময়ে বিভিন্ন ধরনের সেলাই কাজ শুরু করেন। সময় যতই ঘনিয়ে যায় ততই তার কাজের চাপ বাড়তে থাকে। সেজন্য ২০১৫ সালে তাঁর বাড়ির পার্শ্বেই একটা দোকান ভাড়া নিয়ে আরো কিছু সেলাই মেশিন ক্রয় করে কাজের পরিসর বৃদ্ধি করেন। জয়িতা সেন্টার নামে সেই দোকানে এখন ৩জন কর্মচারী। যা থেকে খরচ বাদে প্রতি মাসে তাঁর আয় হয় ১৫-২০ হাজার টাকা। এতে সংসারে যেমন ফিরেছে স্বচ্ছলতা তেমনি এলাকার সবার কাছে তিনি প্রশংসিত।
কয়েক বছর পূর্বে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ব্লক-বাটিক, নকশিকাঁথা ও সেলাই প্রশিক্ষণ করেন আরিফা আক্তার। পরে নানা সময়ে প্রায় ৯০০-১০০০ জন নারীকে এসব প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী গড়ে তুলতে সহযোগিতা করেন তিনি। এই নারীরা আজ নিজ সংসারে বোঝা না হয়ে আর্থিক ভাবে স্বচ্ছলতা নিয়ে এসেছেন। ফলে অনেকের কর্মসংস্থান হয়েছে।
এসব কাজের স্বীকৃতি হিসেবে গত কয়েক বছর বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে পুরষ্কৃত হন তিনি।
এছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কাজে আরিফা’র রয়েছে সরব উপস্থিতি। ব্রাকের পল­ী সমাজ নামে একটি সংগঠন এর সভাপতি হিসেবে তিনি এলাকার মানুষের বিভিন্ন বিপদেআপদে ও সামাজিক সমস্যায় এগিয়ে আসেন।
সফল নারী উদ্যোক্তা আরিফা খাতুনের সাথে কথা হলে তিনি বলেন, সংসারের বোঝা হয়ে না থেকে ইচ্ছাশক্তি থেকেই সেলাই কাজ শুরু করেছি। যা থেকে নিজেও স্বাবলম্বী হয়েছি অন্যদেরও উৎসাহিত করতেছি। তবে সহায়তা পেলে এই প্রশিক্ষণ কাজ ব্যাপক পরিসরে করা যাবে বলে জানান।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন বলেন, আরিফা উপজেলার নারীদের মডেল। তাঁর এসব কাজ পৃষ্ঠপোষকতা পেলে অনেক নারীই সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে খামারিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত

দিনাজপুর সরকারি কলেজে আন্ত :ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ডাকে  কলম বিরতি পালিত

দিনাজপুর সরকারি কলেজে আন্ত :ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ডাকে কলম বিরতি পালিত

পঞ্চগড়ে শেখ কামাল আন্তঃস্কুল-মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলা

ঠাকুরগাঁওয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী

সেতাবগঞ্জ সহ দেশের ৬টি চিনিকলের কারখানা বন্ধের প্রতিবাদে বোচাগঞ্জে বিএনপি মানববন্ধন

দিনাজপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে অগ্রদূতের ৭ ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বীরগঞ্জে নেপিয়ার ঘাস চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

তাপমাত্রা নামলা ১১ দশমিক ৮ ডিগ্রি সলসিয়াস দশর সর্বনি¤ তাপমাত্রা তঁতুলিয়ায়

পীরগঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন