শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুর সরকারি কলেজে আন্ত :ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ডাকে কলম বিরতি পালিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ২৭, ২০২৪ ৯:৫০ পূর্বাহ্ণ
দিনাজপুর সরকারি কলেজে আন্ত :ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ডাকে  কলম বিরতি পালিত

দিনাজপুর সরকারি কলেজে মঙ্গলবার এক ঘন্টার কর্মবিরতি পালিত হয়েছে।
সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের সংগঠন ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর উদ্যোগে সারাদেশে বিভিন্ন দপ্তরে এই কর্মসূচি গ্রহণ করা হয়। সকাল ১১ টা থেকে দুপুর ১২ পর্যন্ত এক ঘন্টা সকল অফিসে ‘কলম বিরতি’ পালন করা হয়।
প্রশাসন ক্যাডার বাদে বাকি ২৫ টি ক্যাডারের কর্মকর্তারা এই কর্মসূচিতে অংশ নেন। জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত উপসচিব পুলে কোটা বহাল, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূতকরণের প্রতিবাদ এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, ক্যাডারে যাবতীয় বৈষম্য দূর করা, মেধার ভিত্তিতে উপসচিব নিয়োগ প্রভৃতি দাবিতে এ কর্মসূচি পালিত হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম আল আবদুল্লাহ, উপাধ্যক্ষ প্রফেসর মো: আইয়ুব আলী,উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো: দেলোয়ার হোসেন,ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো: জিয়াউর রহমান ও প্রভাষক মো: আবদুল মোমেন, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বজিৎ দাস, রসায়ন বিভাগের প্রভাষক মণীষ রায়,প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক মো: মিজানুর রহমানসহ প্রমুখ শিক্ষকবৃন্দ।
জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য ৫০% কোটা রেখে অন্যান্য ২৫টি ক্যাডারের জন্য ৫০% পরীক্ষার ভিত্তিতে নিয়োগ এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস হতে আলাদা করার সুপারিশ করে। ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর সাথে কোনো রকম আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তের প্রতিবাদে পরিষদ কলম বিরতি ছাড়াও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে ২৬ ডিসেম্বর ২০২৪ (বৃহস্পতিবার), সকাল ১১ থেকে দুপুর ১২ পর্যন্ত সকল অফিসে স্ব-স্ব কর্মস্থলের সামনে মানববন্ধন কর্মসূচী,৪ জানুয়ারি ২০২৫ (শনিবার) ঢাকায় সমাবেশ আয়োজন।ইতোমধ্যে পরিষদের গৃহীত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য প্রতিটি ক্যাডার অ্যাসোসিয়েশন থেকে সকল সদস্যকে নির্দেশনা প্রদান করেছে।
চিরিরবন্দর
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের কলম বিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় চিরিরবন্দর আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আয়োজনে উপজেলা চত্বরে ঘন্টাব্যাপি কলম বিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. তানভীর হাসনাত রবিন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. রায়হান আলী প্রমূখ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, সকল ক্যাডারের সকল বৈষম্য দূর করতে হবে। পদোন্নতিতে যোগ্যতা অনুযায়ী সকল ক্যাডারের সুযোগ রাখতে হবে। মানববন্ধনে প্রশাসন ক্যাডারবাদে সকল ক্যাডার অফিসারবৃন্দ অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আগামী বছর খাদ্য নিরাপত্তায় বিশ্বে মডেল হয়ে থাকবে বাংলাদেশ-মন্তব্য সাবেক গভর্নর ড.আতিউর রহমানের

লকডাউনের পঞ্চমদিনে গ্রেফতার ৪১৩, জরিমানা সাড়ে ১৩ লাখ

বীরগঞ্জে সবজির দাম কমায় ক্রেতাদের মুখে স্বস্তির হাসি

দিনাজপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

”হাবিপ্রবিতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত”

বিরলে মোটর সাইকেলের  ধাক্কায় নারীর মৃত্যু

বিরলে মোটর সাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

বোচাগঞ্জে মাধ্যমিক পর্যায়ে গ্রীষ্মকালীন খেলাধুলা

খানসামায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

বীরগঞ্জ পৌরসভায় কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত।

পীরগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা