মঙ্গলবার , ২১ নভেম্বর ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ২১, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ

“নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার স্মার্ট বাংলাদেশ হউক আমাদের অঙ্গীকার”-এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২১ নভেম্বর মঙ্গলবার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় দিনাজপুর এর আয়োজনে স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে ২৫ নভেম্বর হতে ৩০ নভেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপনের জন্য এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডাঃ মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন এর প্রতিনিধি ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ্ মুহাম্মদ শরীফ, দিনাজপুর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুজ্জামান, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুনির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন এফপিসিএসটি-কিউআইটি, ডিস্ট্রিক কনসালন্টে, সহকারী পরিচালক (সিসি) ডাঃ খাদিজা নাহিদ ইভা। বিভিন্ন জেলা হতে আগত পঃ পঃ কর্মকর্তা, মাঠকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন আমিনুল্লাহ সরকার, ডাঃ দেবব্রত রায়, জাকিরুল ইসলাম, ওবায়দুর রহমান ও এফপিএবি’র জেলা কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা পরিবার পরিকল্পনা অফিসের এমওসিসি রেজাউল হক। সভাপতির বক্তব্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ মোঃ সাইফুল ইসলাম বলেন, পরিবার পরিকল্পনা জীবন সাজায়, পরিকল্পিত পরিবার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন তথা টেকসই উন্নয়নের চাবিকাঠি হলো পরিবার পরিকল্পনা যা আপামর জনসাধারনের জীবন রক্ষাকারী কর্মসূচীর অন্যতম। পরিবার পরিকল্পনায় বিনিয়োগ হলো উন্নয়নে “বেস্ট বাই” যা টেকসই উন্নয়ন লক্ষমাত্রাকে তরান্বিত করে। সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন অমল কুমার সরকার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত