তঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়র তঁতুলিয়ায় তাপমাত্রা নমছ ১১ দশমিক ৮ ডিগ্রি সলসিয়াস। এত শীত বিপর্যস্ত পরি¯িতি তরি হয়ছ এ অঞ্চল। অগ্রহায়নর শষ সময় জক বসছ শীতর প্রকাপ। এ শীত কাহিল উত্তরর সীমাÍবর্তী উপজলার তঁতুলিয়ার জনসাধারণ মানুষ। মঙ্গলবার সকাল ৯টায় তঁতুলিয়া দশর সর্বনি¤ ও এ মসুমর সর্বনি¤ তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সলসিয়াস রকর্ড হয়ছ। সামবার ১৩ দশমিক ১ ডিগ্রি সলসিয়াস তাপমাত্রা রকর্ড হয়ছিল।
সকাল বশ কিছু এলাকা ঘুর দখা যায়, গত দুদিনর থক মঙ্গলবার সকাল কম ছিল কুয়াশা। সকাল ৮টার পর রাদ উঠলও বলা পর্যÍ ছিল কনকন শীত অনুভব হয়ছ। জীবিকার তাগিদ নি¤ আয়র মানুষদর কাজ বর হত দখা গছ। উপজলার অনক শরীর গরম কাপড় পর থাকত দখা গছ।
আবহাওয়া অধিদপ্তরর তথ্যানুযায়ী, গত কয়কদিন ধরই কুয়াশা দখা যাছ। মঘ ও কুয়াশার কারণ দখা মিলছ না সূর্যর মুখ। কমছ দিনর তাপমাত্রাও। বিকল গড়লই হিমল হাওয়ায় শীতর পরশ অনুভূত হয়। রাত বাড়ার সঙ্গ সঙ্গ বাড় শীতর প্রকাপ। সকাল দখা যায় প্রকতি কুয়াশার চাদর জড়িয়ছ। স কুয়াশায় ঠান্ডা অনুভূত হছ। শীত ঘির বড়ছ শীতর পাশাকর চাহিদা।
¯ানীয়রা জানান, পঞ্চগড়র এ উপজলায় দশর অন্যান্য জায়গা থক সবার আগ শীত নাম। এ মসুমও শীতর আমজ অক্টাবরর শষ দিক। তব নভম্বরর শুরু থক বাড়ত থাক শীতর পরশ। কি গত কয়ক বছর ধর অক্টাবরর মাঝামাঝি থকই শীত নামত দখা যায়।
শীতর আগমন উপজলার বিভিন হাটবাজার ফুটপাট দাকান নি¤বিত্ত মানুষদর কাপড় কিন দখা গছ। তব এখনা সভাব শীত না নামায় ফুটপাতগুলাত বাড়ত শুরু করছ শীতর কাপড়র দাকান সায়টার, জ্যাকট, মাফলার, ট্রাউজার, টুপিসহ বিভিন রকমর শীতর কাপড় উঠ এসব দাকানগুলাত। আর শীত মসুম দখা গছ বিভিন শীতজনিত রাগ ব্যাধি। চিকিৎসকরা শীত রাগীদর স্বা¯্যসবা মন চলার পরামর্শ দিছন।
তঁতুলিয়া আবহাওয়া পর্যবক্ষণাগারর ভারপ্রাপ্ত কর্মকর্তা মা. রাসল শাহ বলন, তাপামাত্রা কমছ। মঙ্গলবার দশর সর্বনি¤ তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সলসিয়াস তাপমাত্রা রকর্ড হয়ছ। গত সামবার সকাল এ উপজলায় ১৩ দশমিক ১ ডিগ্রি সলসিয়াস তাপমাত্রা রকর্ড করা হয়ছ। বিশষ কর হিমালয়-কাঞ্চনজঘা পর্বতর নিকটবর্তী হওয়ায় এ অঞ্চল শীত বশি হয় থাক। সামন শত্যপ্রবাহ হত পার।