বিকাশ ঘোষ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে গরীব, দুঃখী, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মাকড়াই প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ মো. আমিনুল ইসলাম। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহেনা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। পরে শুভ বড়দিন উদযাপন উপলক্ষে কেক কাটেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল।