বৃহস্পতিবার পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক সহযোগিতায় পল্লীশ্রী সংগঠন কতৃক পরিচালিত সমৃদ্ধি কর্মসূচী ২ নং ফরক্কাবাদ ইউনিয়ন, বিরল, দিনাজপুর এর আয়োজনে দিনব্যাপী বিশেষ স্বাস্থ্য ক্যাম্প (শিশু রোগ ও মেডিসিন) অনুষ্ঠিত হয়। বিশেষ স্বাস্থ্য ক্যাম্প এর আওতায় বিরল উপজেলার ২নং ফরক্কাবাদ ইউনিয়নের প্রায়- ২৫০ জন রোগী বিনা মুল্যে চিকিৎসা সেবা গ্রহন করেন। স্বাস্থ্য ক্যাম্পটি পরিচালনা করেন ডাঃ ফাতমী ওবায়দুজ জোহরা, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), মেডিকেল অফিসার (শিশু), এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, সদর, দিনাজপুর ও ডাঃ নওশাদ আলম সিদ্দীক, মেডিকেল অফিসার, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, সদর,দিনাজপুর। ক্যাম্পে রোগীদের চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদানের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান সহ বিনামূল্যে ঔষধ বিতরন করা হয় । উক্ত স্বাস্থ্য ক্যাম্পটি দেওয়য়ানদিঘী মাদ্রাসা প্রাাঙ্গনে অনুষ্ঠিত হয়। ক্যাম্পটি উদ্বোধন করেন ২ নং ফরক্কাবাদ ইউনিয়ন চেয়্যারম্যান এ বি এম রাশেদুল কবির রনি। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব আবু সাদাত , সভাপতি দেওয়ানদিঘী মাদ্রাসা জনাব মোঃ মোকাদ্দেছ আলী, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আবু সাঈদ ও কর্মসূচীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ২ নং ফরক্কাবাদ ইউনিয়নের সমৃদ্ধি কর্মসূচী সমন্বয়কারী মাহফুজা নাজনীন, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকতা নাজমুন নাহার,অনুরাধা রানী রায়, স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।। স্বাস্থ্য ক্যাম্পটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন দেওয়ানদিঘী মাদ্রাসা কতৃপক্ষ ।