রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উশধারী গ্রামে রবিবার (১১ আগষ্ট) বজ্রপাতে মা ও মেয়ে সহ ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্থানীয়রা জানায়, ওই এলাকার সৈয়দ আলীর স্ত্রী মেরিনা বেগম (৪৫)ও সপ্তম শ্রেণীর ছাত্রী সাথী আক্তার (১৪) তারা দুজনে মিলে ধানক্ষেতে নিড়ানির কাজ করছিলেন। এ সময় হঠাৎ আঁকাশে বৃষ্টি শুরু হলে তারা বাড়ি ফিরছিলেন পথিমধ্যে বজ্রপাতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। পরে স্থানীয়রা জানতে পেরে তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। অপর দিকে ধান নিড়ানির সময় হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের পশ্চিম কলেজ পাড়া গ্রামের মৃত নওসাদ আলীর ছেলে আলিম (৩০)বজ্রপাতে নিহত হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে রাণীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সাহা বলেন,আমি বজ্রপাতে দুজন মারা যাওয়ার কথা শুনেছি।