সংজ্ঞানহীন অনুভূতি-ই বন্ধুত্ব’ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের স্বপ্নপুরীতে ২৩ ডিসেম্বর’২০২২ শুক্রবার দিনব্যাপী ১৯৮৭ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
১৯৮৭ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের মিলনমেলার আহবায়ক মোঃ মাহমুদ আলম লিটন, সদস্য সচিব শহিদুর রহমান পাটোয়ারী মোহান, সদস্য জামান, রফিকসহ অন্যান্য সদস্যদের আহবানে অনুষ্ঠিত ১৯৮৭ ব্যাচের মিলনমেলায় অংশগ্রহণকারী সদস্যদের স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, লটারি, আলোচনা সভা এবং রাতে ফানুস উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
আয়োজিত বন্ধুদের মিলন মেলায় ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, যশোর, খুলনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, চুয়াডাঙ্গা, ফেনী, চাঁদপুর, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়সহ প্রায় ৪০ টি জেলা থেকে ৪শত জন অংশগ্রহণ করেন।