নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে হুজাইফা রহমান ওরফে শুভ(৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকালে উপজেলার পুটিমারা ইউনিয়নের মাতিহারা(উত্তরপাড়া)গ্রামে। শিশু হুজাইফা ওই গ্রামের মাহমুদুল হাসানের ছেলে। গতকাল মঙ্গলবার সকালে তাকে তার পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। পুলিশ জানায় গত সোমাবার বিকালে মতিহারা গ্রামের জনৈক সাইদুল ইসলামের বিক্রি করা ইউক্যালিপটাস গাছ চড়ারহাটের জনৈক কাঠ ব্যবসায়ী জাহিদুল ইসলামের শ্রমিকেরা কাটার সময় গাছের নিচে চাপা পড়ে শিশু হুজাইফা রহমানের ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মামলা দায়ের হয়েছে।