মঙ্গলবার , ৫ জানুয়ারি ২০২১ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি চেয়রম্যানের মৃত্যু

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ৫, ২০২১ ৪:৫৭ অপরাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা ইসাহাক আলী (৭৫) নিহত হয়েছেন । তাঁর বাড়ি উপজেলার বলিদ্বারা গ্রামে। তিনি নন্দুয়ার ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
মলবার দুপুরে রানীশংকৈল-হরিপুর সড়কের বলিদ্বারা নামকস্থানে ব্যাটারী চালিত অটোরিক্সা-মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
রানীশংকৈল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ জানান, দুপুরে ইসাহাক আলী মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে উপজেলা শহরে আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটো রিক্সার সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও