আওলাদ হোসেন লিটন,পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ কাস্তোর কদমতলি মহা শ্মশান ঘাট ও কালীমন্দির মাঠ চত্বরের রোপিত কাঠের গাছ দূষ্কৃতিকারীরা কর্তন করে ও ভেঙ্গে ফেলে ব্যাপক ক্ষতি সাধন করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে মন্দির কমিটি উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ করে। অভিযোগ সূত্রে জানা যায় ৮নং দৌলতপুর ইউনিয়নের কাস্তোর গ্রামে মহা শ্মশান ঘাট ও কালী মন্দিরের উন্নয়নের লক্ষে মন্দির চত্বরে ১বছর আগে ৫ শতাধিক ইউক্লিপটার গাছ রোপন করে কমিটির লোকজন। গত ৪ জানুয়ারী এলাকার লোকজন মন্দির চত্বরে দেখতে পায় ইউক্লিকটার গাছগুলি কে-বা কারা কেটে ও ভেঙ্গে ফেলেছে। কমিটিরি লোকজন দেখতে পেয়ে স্থানীয় ইউ’পি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনকে অবগত করে। এ বিষয়ে ৬ জানুয়ারী লিখিত অভিযোগ করেন মন্দির কমিটির লোকজন। মন্দিরের সভাপতি নিরেন কিশোর ও সম্পাদক লক্ষি রাম রায় জানায় ৩ জানুয়ারী রাতের আধারে দূষ্কৃতিকারীরা রোপিত প্রায় দেড় শতাধিক গাছ কর্তন ও ভেঙ্গে ফেলে ব্যাপক ক্ষতি করে। ইউ’পি চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায় জানায় ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্থ যারা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার। উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বিষয়টি অবগত হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান করে দূষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।