বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : নির্বাচন যত ঘুমিয়ে আসছে ততই প্রার্থীদের গণসংযোগ আর প্রচার-প্রচারণা জমে উঠেছে বীরগঞ্জ পৌরসভা নির্বাচন। আগামী ১৬ জানুয়ারি বীরগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে রাস্তাঘাট, অলিগলি বিভিন্ন ওয়ার্ডের পাড়া- মহলা এখন মিছিল ও স্লোগানমুখর হয়ে উঠেছে। ব্যানার -ফেস্টুনে ছেয়ে গেছে পুরো বীরগঞ্জ শহর ও আশেপাশে এলাকা। চায়ের দোকান থেকে শুরু করে বসতবাড়িতেও এখন আলোচনর বিষয় শুধু নির্বাচন। প্রার্থীরা ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন তাদের নির্বাচনী এলাকা। নির্বাচনে মেয়র আওয়ামী লীগ, বিএনপি,ইসলামী জোট মনোনীত, বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী অংশ নিয়েছেন। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ নুর ইসলাম নুর (নৌকা) পেয়ে ব্যাপক গণসংযোগ করে বেড়াচ্ছেন। পাশাপাশি দলীয় নেতাকর্মী সাথে নিয়ে উঠান বৈঠক করে যাচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল তিনিও (মোবাইল ফোন) প্রতীক নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছে। জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করে সকল প্রার্থী। অন্যদিক স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মাওলনা মোহাম্মদ হানিফ (জগ) ও বিএনপি মনোনীত প্রার্থী মো: মোকাররম হোসেন পলাশ (ধানের শীষ) দলীয় সমর্থক ও নেতাকর্মীদের প্রচার-প্রচাণায় থাকলেও ইসলামি জোট প্রার্থী শাহ আলমকে তেমন প্রচার-প্রচারণায় দেখা যাচ্ছে না।