বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার জামতলী জনকল্যাণ সমিতি (জেজেএস)এর উদ্যোগে কোভিড-১৯ মোকাবিলায় দুঃস্থ অসহায় পরিবারের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৬ জুন -২০২১ শনিবার দুপুরে জামতলী জনকল্যাণ সমিতির হলরুমে এলাকার ৪৫ জন দুঃস্থ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল, মসুর ডাল, আলু, লবন, সোয়াবিন তেল বিতরণের উদ্বোধন করেন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহসীন। এ সময় জামতলী জনকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মো. ইউসুফ আলী, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ফরিদ বিন ইসলাম, মোহনপুর ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. আলতাব হোসেন উপস্থিত ছিলেন।