দিনাজপুর প্রতিনিধি \
দিনাজপুরের বিরলে নির্বাচন পরবর্ত্তী সহিংসতার ঘটনায় বিজোড়া ইউপি’র পরাজিত চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী এরশাদুজ্জামান মোল্ল্যা (মটরসাইকেল প্রতীক)সহ ২৮জনকে আসামী করে মামলা করে পুলিশ।
এ ঘটনায় পুলিশের এসআই আজিজার রহমান বাদী হয়ে ২৮জনের নাম উল্লেখকরে এবং আরোও অনেককে অজ্ঞাত দেখিয়ে গত বৃহস্পতিবার রাতে বিরল থানায় মামলা করে এবং মামলার পরে পুলিশ এজাহার নামীয় ২ আসামীকে গ্রেফতার করে গতকাল শুক্রবার জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা উপজেলা বিজোড়া ইউপি’র ভবানীপুর গ্রামের দুলাল হোসেনেরে পুত্র জাহিদ হাসান (২০) ও একই ইউপি’র ভবানীপুর বেকাহার গ্রামের আলম হোসেনের পুত্র লিমন (২০)। বাকী আসামীদেরও গ্রেফতার করার জন্য পুলিশ চিরুনী অভিযান শুরু করেছে পুলিশ জানায়।
জানা গেছে, গত ১৫জুন সন্ধ্যার দিকে বিজোড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফলাফল নির্বাচন অফিস কর্তৃক মাইকে ঘোষণা করার সময় চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী এরশাদুজ্জামান মোল্লার সমর্থকেরা অতর্কিতভাবে ক্ষুদ্ধ হয়ে বিরল উপজেলা পরিষদ ভবনের বিভিন্ন দপ্তরের জানালার গøাসসহ বিভিন্ন জিনিসপত্রের উপর ভাংচুর চালায়, কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল সংলগ্ন সড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিক্ষোভকারীদের হামলায় বিরল থানার এসআই আজিজার রহমান আহত হয়।
এর আগে ১৫ জুন বুধবার রাতের একই সহিংসতার ঘটনায় উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আব্দুল কুদ্দুস সরকার বৃহস্পতিবার সকালে বিরল থানায় একটি জিডি নং ৭৯২ দায়ের করেছেন।