জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, ঠাকুর অনুকুল চন্দ্র মায়ের কাছে দীক্ষা গ্রহণ করেই শুরু করে দেন নতুন কাজ, নতুন জীবন। তিনি নবউদ্যম নিয়ে উৎফুল্ল মনে উঠে পড়ে লেগে যান মানুষের চরিত্র গঠনের কাজে। তিনি পারিপার্শ্বিক অবস্থাকে কলূষমুক্ত করার জন্য এতো অপমান, এতো গঞ্জনা সহ্য করে চলেছিলেন তাঁর আপন গতিপথে। মানুষকে সত্য ও সুন্দররের জন্য অনুকুল ঠাকুর পথ দেখিয়েছেন।
তিনি বলেন, সৎ মানুষ হতে হবে। আলোকিত মানুষ হতে হবে। সত্য ও সুন্দরের পথে জীবনকে আলোকিত করতে হবে।
তিনি আরও বলেন, যখন খালেদা জিয়া ক্ষমতায় ছিল কোন ধর্মের মানুষ শান্তিতে ছিল না। নিজ নিজ ধর্ম পালন করতে দেয়নি বিএনপি-জামায়াত জোট তৎকালীন সরকার। শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই সকল ধর্মের মানুষ আনন্দ ও উৎসব মুখর পরিবেশে নিজ নিজ র্ধম পালন করছেন মানুষ।
শুক্রবার দিনাজপুর সদরের গোপালগঞ্জ সৎসঙ্গঁ বিহার প্রাঙ্গনে শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের শুভ ১৩৫তম জন্মবার্ষিকী মহোৎসবের সাধারন ধর্মসভায় প্রধান অতিথির বক্তেব্য জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন সহ-প্রতি ঋত্বিক প্রকৌশলী শ্রী অমল চন্দ্র রায়।
সহ-প্রতি ঋত্বিক শ্রী ক্ষিতীশ চন্দ্র শীলের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, উপসচিব ও (হুইপ) একান্ত সচিব মোরার্জি দেশাই,
গোপালগঞ্জস্থ সৎসঙ্গ বিহারের সম্পাদক তপন কুমার রায়, সহ-প্রতি ঋত্বিক শ্রী সুকৃতি সুন্দর মন্ডল, শ্রী অক্ষয় চন্দ্র বর্মম, শ্রী নিরঞ্জন রায়, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড, শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, কোতয়ালী ওসি তানভীরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন প্রভাষক গণেশ চন্দ্র দাশ প্রমুখ।