বৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

জেলা এডভোকেসী সভায় দিনাজপুর সিভিল সার্জন উন্নত নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত লাভ করতে হলে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ২৬, ২০২৩ ৬:৪৯ অপরাহ্ণ

দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ঢাকা স্বাস্থ্য অধিদপ্তর ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রন ও ক্ষুদে ডাক্তার রোগ নিয়ন্ত্রন কার্যক্রম এর সহযোগিতায় ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম ৫-১১ ফেব্রæয়ারি ২০২৩ বাস্তবায়ন উপলক্ষে জেলা এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার ২৫.০১.২০২৩ইং দিনাজপুর সিভিল সার্জনের সম্মেলন কক্ষে ১৩টি উপজেলা পর্যায়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসার, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তাদের উপস্থিতিতে ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম বাস্তবায়ন উপলক্ষে জেলা এডভোকেসী সভাতে অনুষ্ঠানের সভাপতি দিনাজপুর সিভিল সার্জন ডাঃ এ এইচ এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী বলেন আজকের শিশুরা আগামীকালের ভবিষ্যৎ। দেশ পরিচালনার ক্ষেত্রে একদিন তাদের উপরই ন্যস্ত হবে। এইজন্য দরকার সুস্বাস্থ্যের অধিকারী হয়ে মেধার বিকাশ ঘটানো। সেইভাবে তাদেরকে প্রাথমিক পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় থেকে সুস্বাস্থ্য হিসেবে গড়ে তুলার জন্য শিক্ষক-শিক্ষিকাদের এই বিষয়ে সচেতন করার ভূমিকা গুরুত্বপূর্ণ। উপজেলা শিক্ষা অফিসারদেরকে উদ্দেশ্য করে বলেন আপনারাই সবার মাঝে আলো ছড়িয়ে দিতে পারেন। ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম ব্যাপারে কার্যকরী ভূমিকা রাখবে। তাদেরকে জ্ঞান-বিজ্ঞান, তথ্য প্রযুক্তির দিক থেকে উন্নত করতে হলে এবং বিশে^ উন্নত নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত লাভ করতে হলে আমাদেরকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সন্মানিত অতিথি দিনাজপুর প্রাথমিক জেলা শিক্ষা অফিসার মো: হোসেন আলী। এডভোকেসী সভাতে মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন সদর উপজেলার স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আরজ উল্লাহ, খানসামা উপজেলার স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হাসানুর রহমান চৌধুরী, চিরিরবন্দর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলে এলাহী, খানসামা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মঞ্জুরুল হক,নবাবগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক ও কাহারোল উপজেলার শিক্ষা অফিসার মোঃ শাহাজাহান প্রমুখ।
ভিডিও প্রদর্শনের মাধ্যমে তথ্য ভিত্তিক আলোচনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সামিউল ইসলাম।
উল্লেখ্য যে আগামী ২০২৩ সালে ফেব্রæয়ারি ৫-১১ তারিখ পর্যন্ত জেলার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে ৫ থেকে ১৬ বছর পর্যন্ত শিক্ষার্থীদের ক্ষুদে ডাক্তার কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম বাস্তবায়ন হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে বৃদ্ধা তাজু ২০বোতল ফেন্সিডিলসহ আটক।

ঠাকুরগাঁও বিএনপির সংবাদ সম্মেলন ভোট প্রদানে বাঁধা, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়াসহ নানা অভিযোগে ফলাফল প্রত্যাখান বিএনপির

রক্ষণাবেক্ষণের অভাবে ঐতিহ্য হারাতে বসেছে রাণীশংকৈল গোরক্ষনাথ মন্দির !

লকডাউন বাস্তবায়নে পাড়া-মহল্লায় অভিযান চালাবে র‍্যাব

বালিয়াডাঙ্গীতে তীরনই নদীর বাঁধ নির্মান শুরু

পীরগঞ্জে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ২১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক — ১ জন

বীরগঞ্জে মাতাল স্বামীর অত্যাচার সইতে না পেরে গৃহবধূর আত্নহত্যা

পঞ্চগড়ে সন্ত্রাসী হামলায় বাড়িঘর ভাংচুর, লুটপাট জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

বীরগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু