বিরামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে
জেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত কমিটির
সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা
ইতিহাস ও ঐতিহ্যের ধারক বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও অগ্রযাত্রার ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামীলীগ বিরামপুর উপজেলা শাখার উদ্যোগে দিনাজপুর জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির সভাপতি সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার ও সাধারণ সম্পাদক বিরামপুরের কৃতিসন্তান মোঃ আলতাফুজ্জামান মিতাকে সংবর্ধিত করার লক্ষে ি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বিরামপুর উপজেলা দলীয় কার্যালয়ের ২নং রাইস মিল চত্বরে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান মন্ডল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আলতাফুজ্জামান মিতা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি এ্যাডঃ মোঃ আব্দুল লতিফ। পবিত্র কোনআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নব-নির্বাচিত জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদক সহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দরের উত্তরীয়, ফুল দিয়ে বরণ, সম্মাননা ক্রেস্ট প্রদান ও চাদর পড়িয়ে দেওয়া হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানটি দিনাজপুরের ১৩টি উপজেলার বিভিন্ন পর্যায়ের উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদক, সাবেক এমপিবৃন্দ, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে অনুষ্ঠানটি জনসমুদ্রে পরিণত হয়। এছাড়াও বিভিন্ন ব্যক্তি, সংগঠন, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে নব-নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদককে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেন।
বিরামপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ পারভেজ কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ বজলুল হক, মির্জা আশফাক হোসেন, শাহ রবিউল ইসলাম, সেলিম আখতার চৌধুরী, তৈয়ব উদ্দীন চৌধুরী, সাবেক এমপি ড.আজিজুল হক চৌধুরী, এ্যাডঃ সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক সরকার, মোঃ আতাউর রহমান, তারিকুল ইসলাম তারিক, মোঃ আমিনুল ইসলাম, জতিষ চন্দ্র রায়, সৈয়দ সালাহউদ্দিন দিলিপ, প্রদীপ চৌধুরী, শেখ রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন রানা, ধিমান চন্দ্র রায়, ইসমাইল হোসেন, রায়হান কবির সোহাগ, বিশ^জিৎ ঘোষ কাঞ্চন, মুশফিকুর রহমান বাবুল, আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক সাইফুদ্দিন আক্তার, পারভেজ আহমেদ চৌধুরী পরাগ, জেলা ও উপজেলা পর্যায়ের মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মৎস্যজীবীলীগসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।