বোদা,পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ের বোদা পৌর ছাত্রদলের উদ্যাগে বোদা উপজেলার বোদা নগরকুমারী কবরস্থান পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে । শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুপুর পর্যন্ত এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। বোদা পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. রাকিবুল ইসলাম রম্য, ও পৌরসভার ৪নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব নাজমুল, সদস্য সীমান্ত সহ ছাত্রদলের নেতাকর্মীরা এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণ করেন। ওই কবরস্থানে দাফন করা মৃত ব্যক্তিদের পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনরা পবিত্র মাহে রমজান উপলক্ষে যেন স্বাচ্ছন্দে কবর জিয়ারত করতে পারেন এ উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে নগর কুমারী কবরস্থানটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হলো।