দিনাজপুরের ব্যবসায়ীদের একমাত্র ঐতিহ্যবাহী ব্যবসায়ীক প্রতিষ্ঠান দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচন বোর্ডের পক্ষ থেকে তফসিল ঘোষনা করা হয়েছে।
নির্বাচন অফসিল সূত্রে জানা যায়, আগামী ১৮ই মার্চ-২০২৩ ইং তারিখে দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে সকাল সাড়ে ৮টা হতে ভোট গ্রহন করা হবে। প্রতিবারের মতো এবারেও প্রার্থীরা দৌড়ঝাপ শুরু করেছে। গত ২৬ জানুয়ারী ইং তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে। তাতে দেখা যায় মোট ভোটারের সংখ্যা ২ হাজার ১৮৯জন ভোটার। এর মধ্যে নতুন সদস্য হিসেবে ভোটাধীকার পেয়েছে ১৪৬জন। তথ্য অনুসন্ধানে জানা যায়, গত নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ২৬০২ জন ভোটার। এর মধ্যে বিধি সম্মত নয় এবং ভূয়া ভোটারের উপস্থিতি থাকায় চেম্বারের মাদার সংগঠন এফবিসিসিআই এর আরবিটেশন ট্রাইবুনালে নির্বাচনের অনিয়ম তুলে ধরে চেম্বারের কতিপয় সদস্য অভিযোগ দায়ের করেছিলেন। তারই প্রেক্ষিতে শুনানী অন্তে চেম্বারের নির্বাচনী কমিটিকে অভিযোগ খন্ডনের জন্য তিনবার সময় বাড়ানো হলেও যথাযথ প্রমাণাদি দাখিল করতে ব্যর্থ হওয়ায় ট্রাইবুনাল নির্বাচত বাতিল ঘোষনা করেন। উক্ত আদেশের বিরুদ্ধে নির্বাহী কমিটির পাঁচজন সদস্য মহামান্য হাইকোর্ট এবং তৎপরবতীর্তে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টের আপিলাদ ডিভিশনে লীভ পিটিশন দাখিল করেন। ফুল বেঞ্চ শুনানি অন্তে আবেদনটি খারিজ করেন।
ফলে এফবিসিসিআই এর আদেশের আলোকে বানিজ্য মন্ত্রনালয় দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিতে দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেহেদী হাসান সাহেবকে প্রশাসক নিযুক্ত করেন। প্রশাসক মহোদয় চেম্বারের নির্বাচন সুষ্ঠ ও স্বচ্ছ করার উদ্দ্যেশে গত ২৮/১২/২০২২ইং তারিখে তফসিল ঘোষনা করেন। তারই আলোকে গত ২৬ জানুয়ারী-২০২৩ ভোটার তালিকা প্রকাশিত হয়। খসড়া ভোটার তালিকার সংখ্যা থেকে গত নির্বাচনের ভোটার তালিকার সংখ্যা থেকে ৫৫০ জন ভোটার সদস্য নবায়ন করতে পারেন নাই। প্রকাশিত ভোটারের সংখ্যা থেকে দেখা যায় গত নির্বাচনে ভোটার তালিকায় যে ধরনের অনিয়মের কারণে ভোটার সংখ্যা বৃদ্ধি হয়েছিল তা এফবিসিসিআই এর আদেশের আলোকে প্রমাণিত হয়েছে। যা হোক তারপরও দিনাজপুরে ব্যবসায়ীদের কামনা এবার সুষ্ঠ ও স্বচ্ছ একটি নির্বাচন উপহার দেবেন প্রশাসক মহোদয়।