পঞ্চগড় প্রতিনিধি\ সারা বিশ্বের মত পঞ্চগড়েও পালন করা হয়েছে ‘বিশ্ব সংগীত দিবস’। দিবসটি পালন উপলক্ষে বুধবার রাতে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়াতনে আলোচনাসভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে। জেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি মিজানুর রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে একাডেমির সহ সভাপতি মির্জা সাবদারুল ইসলাম মুক্তা, যুগ্ম সম্পাদক নূর নবী জিন্নাহ, জেলা উদীচীর সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মুকুল বক্তব্য দেন। পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
বক্তারা বলেন, মূলত দিবসটি ১৯৮২ সালে ফ্রান্সে ‘ফেত দ্য লা মিউজিক’ বা ‘মেক মিউজিক ডে’ নামে একটি দিনের উদযাপন শুরু হয়। ১৯৮১ সালে এ ব্যাপারে প্রথম চিন্তা শুরু করেন ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী জ্যাক ল্যাং। তবে অনেকের মতে, ১৯৭৬ সালে ফ্রান্সে মার্কিন সংগীতশিল্পী জোয়েল কোহেন ‘সামার সোলস্টাইস’ বা গ্রীষ্মকে উদযাপন করতে সারা রাত গান চালিয়ে যাওয়ার প্রস্তাব করেন। সেই প্রস্তাবনার পরবর্তী ফলাফল হিসেবেই আসে ২১ জুনের এই সংগীত দিবস। বর্তমানে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, লুক্সেমবার্গ, জার্মানি, সুইজারল্যান্ড, কোস্টারিকাসহ প্রায় ১২০টি দেশে এবং ৪৫০টি শহরে এই দিবস উদযাপিত হয়। এ দিন রেস্তোরাঁ, পার্ক, যানবাহন, সংগীত দিবসে সর্বত্র বিনা মূল্যে গান পরিবেশন করে থাকেন শিল্পীরা। মূলত শান্তি ও ইতিবাচক চিন্তাকে ছড়িয়ে দিতে দিবসটিকে ব্যবহার করা হয়।