বুধবার , ৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র জেলা সম্মেলন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ৮, ২০২৩ ১১:৩১ অপরাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে জেলা শাখার ৮ সদস্যের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টায় স্থানীয় লোকভবন মাঠে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুনগত পরিবর্তনের লক্ষ্যে দিনাজপুরে এই জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি আলহাজ্ব মাওঃ সোহরাব হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাসির উদ্দীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) এড. মাওঃ এম হাবিবুল ইসলাম।
সংগঠনের জেলা সেক্রেটারী মুফতি মুহাম্মদ খায়াংজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের নেতা মাওঃ আনোয়ার হোসেন নদভী, সিরাজুল ইসলাম, মাহমুদ হাসান, যুব নেতা আলম হোসেন ও ছাত্রনেতা মাহদী ইমাম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ বলেন, বাংলাদেশে দুই ধারার রাজনীতি প্রচলিত রয়েছে। একটি ক্ষমতা কেন্দ্র্রিক আর অপরটি ইসলামী ধারার রাজনীতি। বর্তমান ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি মানুষের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, আমরা তত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবো না।
সম্মেলন শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ ৮ সদস্যের জেলা শাখার
নতুন কমিটির নাম ঘোষণা করেন। কমিটি নিম্নরুপ-সভাপতি আলহাজ্ব মাওলানা সোহরাব হোসাইন, সিনিযর সহ-সভাপতি আলহাজ্ব আশরাফুল আলম, সহ-সভাপতি মাওলানা আনোযার হোসেন, মাওলানা নুর আলম, সেক্রেটারী মুফতি মুহাম্মদ খাইরুজ্জামান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুফতি মাহমুদ হাসান। ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম পরে ঘোষণা করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে পানিতে ডুবে নিহত সাকিব হোসেন এর পরিবারের খোঁজ-খবর নিলেন এমপি গোপাল

ঠাকুরগাঁওয়ে রংপুর বিভাগীয় কমিশনারের সাথে মতবিনিময় সভা

উত্তরা পত্রিকার ৫০ বছর পদার্পণ উপলক্ষ্যে আলোচনা সভা

সরকারি কর্মচারীদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে-এমপি গোপাল

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জটিল রোগে আক্রান্ত ২৮ জন ব্যক্তিদের মাঝে ১৪ লাখ টাকা চেক বিতরণ করা হয়।

রাণীশংকৈল ডিগ্রী কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

নিউটাউন ফুটসাল ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন জনকল্যান সমিতি

ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয়টি মরহুম ভাষা সৈনিক দাবিরুল ইসলামের নামকরণে করার দাবি ‌

হরিপুরে নাগর নদীতে ডুবে এক জনের মৃত্যু

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যান ও মেম্বারের লাঞ্ছিতের ঘটনায় প্রাথমিক তদন্তে ইউএনও